💔🥀
#SaimoIIslam #Saimol099 #SM #SAIMOL
Director
Tangaila আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া
- Vă rugăm să vă autentificați pentru a vă dori, partaja și comenta!
-
-
-
-
- 27/Dec/24/ 06:01pm27/Dec/24/ 06:01pm 🌿
-
- কথায় রস নাই কারণ সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারি না।কথায় রস নাই কারণ সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারি না।😊
- 😎👍
- প্রিয় Sharker Mohammad Ashiq কাকা,
তুমি আমাদের জন্য যা করছো, সেটা সত্যিই অসাধারণ। টাঙ্গাইলের জন্য তোমার তৈরি Tangaila.com ওয়েবসাইটটা শুধু একটা প্ল্যাটফর্ম না, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এমন একটি ওয়েবসাইট, যেখানে আমরা টাঙ্গাইলের মানুষ একসঙ্গে থাকতে পারি, নিজেদের কথা শেয়ার করতে পারি, আর নতুন কিছু শিখতে পারি।
আমার মনে হয়, তোমার এই Tangaila.com এরকম ওয়েবসাইট অন্য কোনো জেলার বা জেলার নামে নেই। এটা টাঙ্গাইলের জন্য ফেসবুকের মতোই গুরুত্বপূর্ণ, হয়তো ফেসবুকের বিকল্পও বলা যেতে পারে। তোমার মেধা, পরিশ্রম, আর এই উদ্যোগ আমাদের টাঙ্গাইলবাসীর জন্য অনেক বড় কিছু।
তোমার প্রতি আমাদের ভালোবাসা আর শ্রদ্ধা জানাই। আশা করি, ভবিষ্যতে Tangaila.com আরও বড় হবে আর নতুন নতুন ফিচার নিয়ে আসবে, যা টাঙ্গাইলের মানুষকে আরও কাছে নিয়ে আসবে। আমরা তোমার জন্য গর্বিত।
তোমার জন্য শুভকামনা রইলো।
টাঙ্গাইলবাসী